ঢাকা     বুধবার   ১০ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৬, ১৩ জুলাই ২০২৫  
বরিশালে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশালের গৌরনদী উপজেলায় বাসচাপায় শাকিল হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার উপজেলার কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার যোতা এলাকার মোস্তফা হাওলাদারের ছেলে। গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

তিনি বলেন, ‘‘ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী তাজ আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শাকিল গুরুতর আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়