ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৭, ১৬ জুলাই ২০২৫   আপডেট: ১৮:৩১, ১৬ জুলাই ২০২৫
গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের এ তথ্য জানান।

বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর একদল সশস্ত্র ব্যক্তি এনসিপির নেতাকর্মীদের গাড়িবহরে হামলার চেষ্টা করে। তারা চারদিক থেকে এনসিপির নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয়। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এনসিপির নেতাকর্মীরা গাড়ি ঘুরিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

আরো পড়ুন:

এর আগে সকালে এনসিপির নেতাকর্মীরা গাড়িবহর নিয়ে শহরে ঢোকার আগেই পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের মাধ্যমে সংঘাতের সূত্রপাত হয়। পরে ইউএনওর গাড়িতেও হামলা করা হয়। এরই মধ্যে বেলা দেড়টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালায় বলে এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন। 

হামলার ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। এ সময় পুলিশ-সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। 

উল্লেখ্য ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে এনসিপি। মাসব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জে পদযাত্রা করছে দলটি। মঙ্গলবার (১৫ জুলাই) ‘১৬ জুলাই: মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচির ঘোষণা দেয় দলটি। 

ঢাকা/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়