ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থীদের অঙ্কুরেই দুর্নীতিমুক্ত হওয়ার শিক্ষা দিতে চায় দুদক

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ২০ জুলাই ২০২৫   আপডেট: ১৭:৪২, ২০ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের অঙ্কুরেই দুর্নীতিমুক্ত হওয়ার শিক্ষা দিতে চায় দুদক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোতাহার হোসেন বলেছেন, “শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততার চর্চা শেখাতে হবে। অঙ্কুরেই তাদের দুর্নীতিমুক্ত মানসিকতা গড়ে তুলতে পারলেই ভবিষ্যতের বাংলাদেশ হবে স্বচ্ছ ও সমৃদ্ধ।”

রবিবার (২০ জুলাই) বেলা ১২টার দিকে রংপুর নগরীর সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সততার স্টোর’ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

দুদক মহাপরিচালক আরও বলেন, “দুর্নীতি হলো একটি রাষ্ট্রের প্রধানতম ব্যাধি। এই ব্যাধি নির্মূল না করলে উন্নয়ন ও সমৃদ্ধি সম্ভব নয়। তাই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে দুদক। দেশ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে গণসচেতনতা তৈরি এবং সক্রিয় ভূমিকা থাকা জরুরি।”

তিনি বলেন, “সততা স্টোর হলো শিক্ষাপ্রতিষ্ঠানে স্বশিক্ষিত নৈতিকতা চর্চার বড় উদাহরণ। যেখানে একজন শিক্ষার্থী নিজ দায়িত্বে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও টিফিন সামগ্রী সংগ্রহ করে মূল্য পরিশোধ করবে। এটি শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, সততা ও দায়বদ্ধতা তৈরির একটি শক্তিশালী হাতিয়ার হবে।’’

অনুষ্ঠানে সততা স্টোর উদ্বোধনের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সচেতনতামূলক আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় দুদকের রংপুর অঞ্চলের কর্মকর্তারা ছাড়াও সালেমা বালিকা উচ্চ বিদ্যালযয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ঢাকা/আমিরুল//

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়