ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২৭ জুলাই ২০২৫  
নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু 

প্রতীকী ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- একই ইউনিয়নের চৌধুরীহাট বাজার সংলগ্ন রবিউলের বাড়ির মো. আবু সুফিয়ান সজিবের ছেলে মো. ইব্রাহীম (৪) ও মো. শরীফের ছেলে নাদিম হোসেন (৩)। তারা সম্পর্কে চাচাতো ভাই।  

আরো পড়ুন:

পুলিশ সূত্র জানায়, আজ সকালে দুই পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এ সময় শিশু দুইটি বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও শিশু দুইটির সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নেন। তারা মাছ ধরার জাল ফেলেন পুকুরে। এসময় জালে উঠে আসে দুই শিশুর অচেতন দেহ।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিক দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ইব্রাহীম ও নাদিমকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. সাহাদাত হোসেন সাগর বলেন, “শিশুদের মৃত অবস্থায় হাসপাতালে আনেন স্বজনরা। তাদের ভাষ্যমতে, পানিতে ডুবে শিশুদের মৃত্যু হয়েছে।”  

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।” 

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়