ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পিয়াইন নদীতে ‍নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৬, ৩০ জুলাই ২০২৫  
পিয়াইন নদীতে ‍নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার

পিয়াইন নদী

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

নিখোঁজের দুই দিন পর বুধবার (৩০ জুলাই) সকালে জাফলংয়ের জুমপাড়া এলাকার নদী থেকে মরদেহটি উদ্ধার হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া ওই শ্রমিকের নাম হরে কৃষ্ণ চন্দ্র দাস (৪৮)। তিনি নেত্রকোণার খালিয়াজুড়ি উপজেলার খলাপাড়া গ্রামের মৃত দরুশি চন্দ্র দাসের ছেলে। জীবিকার তাগিদে তিনি দীর্ঘদিন ধরে জাফলংয়ের কালিনগর এলাকায় বসবাস করছিলেন এবং বালু শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই (সোমবার) সকালে পিয়াইন নদীতে বালু উত্তোলনের সময় পানিতে ডুবে নিখোঁজ হন হরে কৃষ্ণ চন্দ্র দাস। স্থানীয় লোকজন, পুলিশ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ সময় অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।

আজ বুধবার সকালে স্থানীয়রা জুমপাড়া এলাকার পিয়াইন নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হরে কৃষ্ণ চন্দ্র দাসের মরদেহটি উদ্ধার করে।

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবীর হোসেন বলেন, “প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

ঢাকা/নূর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়