ঠাকুরগাঁওয়ে ২ বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ
ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির দুই নেতার দল থেকে বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেকাকর্মীরা
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির দুই নেতার দল থেকে বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেকাকর্মীরা।
বুধবার (৩০ জুলাই) বিকালে উপজেলা বিএনপির নেতাকর্মীদের ব্যানারে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি উপজেলা কার্যালয় থেকে বের হয়। পরে উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে নেতাকর্মীরা সমবেত হয়। পরে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন, কেন্দ্র কমিটিকে ভুল বুঝিয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম ও সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবর রহমানকে বহিষ্কার করা হয়েছে। যেটি দ্রুত প্রত্যাহারের দাবি করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুধু তাই নয়, এই বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচি দিয়েছেন তারা। তারা বলেছেন, দ্রুত বহিষ্কারাদেশ প্রত্যাহার না হলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা প্রয়োজনে ঢাকামুখী হবেন।
বিক্ষোভ শেষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ আইয়ুব আলী, সাবেক সহ-সভাপতি শেখ মীর মোহাম্মদ রাজিউর রহমান আসাদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
২৯ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ফেসবুক পেজে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। যেখানে লেখা হয়, গত ১২ জুলাই বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিল অধিবেশন কেন্দ্র করে হানাহানি ও সংঘাত হয়। বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আলম এবং সাবেক সাধারণ সম্পাদক টি এম মাহবুবুর রহমান এ ধরনের হিংসাত্মক ও অশোভন আচরণের সঙ্গে জড়িত থাকায় তাদের দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা/হিমেল/বকুল