ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেরপুরে পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ২ আগস্ট ২০২৫  
শেরপুরে পুকুরে ভাসছিল শিশুর নিথর দেহ

শেরপুরের নকলা উপজেলার টালকী ইউনিয়নের পোয়াভাগ গ্রামে পুকুরের পানিতে ডুবে লাবিব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) দুপুরে তার মৃত্যু হয়। 

লাবিব উপজেলার নয়াবাড়ি গ্রামের হৃদয় মিয়ার ছেলে। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইয়ামুন নাহার সুরভী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

আরো পড়ুন:

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় নির্মাণ শ্রমিক হৃদয়ের ছেলে লাবিব (৩) কয়েক দিন আগে পার্শবর্তী নয়াবাড়ি থেকে পোয়াভাগ গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বেড়াতে যায়। শনিবার দুপুরে প্রায় দুই ঘণ্টা নিখোঁজ থাকার পর পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে দ্রুত উদ্ধার করে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ইয়ামুন নাহার সুরভী জানান, শিশুটি পানিতে ডুবে মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালে আসার আগে তার মৃত্যু হয়। 

ঢাকা/তারিকুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়