গংগাচড়ার হিন্দু পাড়ায় হামলার ঘটনায় সাংবাদিক গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাবিবুর রহমান সেলিম
রংপুরের গংগাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় স্থানীয় এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
শনিবার (২ আগস্ট) মধ্যরাতে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৩ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সাংবাদিকের নাম হাবিবুর রহমান সেলিম। তিনি রংপুর থেকে প্রকাশিত স্থানীয় একটি পত্রিকার পাগলাপীর প্রতিনিধি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের বাড়িতে হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে হামলাকারীদের উস্কে দেওয়ার অভিযোগ রয়েছে সেলিমের বিরুদ্ধে। শনিবার রাতে তাকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।
গংগাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ঘটনাস্থলে উপস্থিত হয়ে হামলাকারীদের উস্কে দেওয়ার অনেক ভিডিও এবং অডিও থাকায় সেলিমকে আটক করে সেনাবাহিনী। জিজ্ঞাসাবাদ শেষে তাকে থানায় সোপর্দ করা হয়। আলদাদপুরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রবিবার দুপুরে গ্রেপ্তার সেমিলকে আদালতে পাঠানো হয়।
গত ২৬ জুলাই বিকেলের দিকে হঠাৎ করেই এলাকায় ছড়িয়ে পড়ে, গ্রামের ১৭ বছরের এক কিশোর ফেইসবুকে মহানবীকে নিয়ে কটূক্তি করেছেন। এরপর ২৭ রাতে ওই গ্রামের হিন্দুদের বাড়িতে হামলা চালায় অজ্ঞাতনামারা।
হামলায় ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়ি। এ ঘটনায় গত ২৯ জুলাই বিকেলে শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাতনামা ১০০০-১২০০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। শনিবার আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা/আমিরুল/মাসুদ