বগুড়ায় কৃষক লীগ ও ছাত্রলীগের সভাপতি দুই ভাই আটক
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ার রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল এবং রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল
বগুড়ায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ কৃষক লীগ ও ভ্রাতৃপ্রতীম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের (নিষিদ্ধ) দুই ইউনিটের সভাপতিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় বগুড়ার গাবতলী উপজেলার পাঁচকাতুলী মন্ডল মার্কেট থেকে তাদেরকে আটক করা হয়।
আটক দুজন হলেন—রামেশ্বরপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি রেজাউল (৪৫) এবং রামেশ্বরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক (৩০)। তারা পাঁচকাতুলী গ্রামের মৃত শাজাহান মণ্ডলের ছেলে।
আটকের তথ্য নিশ্চিত করে ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার বলেছেন, ওই দুই ভাই বগুড়া জেলা আওয়ামী লীগের নেতা ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। তাদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/এনাম/রফিক