ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভ্যানকে ধাক্কা দিল কাভার্ডভ্যান, নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১০, ২৭ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:১১, ২৭ আগস্ট ২০২৫
ভ্যানকে ধাক্কা দিল কাভার্ডভ্যান, নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পান্তা পাড়া নামক স্থানে দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহতরা হলেন- দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা সদরের চাম্পাটুলি গ্রামের নবাব আলীর ছেলে রকি মিয়া (৩০) এবং একই এলাকার মোনসের আলীর ছেলে হামিদুল ইসলাম। তারা ইটভাটায় কাজ করতেন। আহত ব্যক্তির নাম রবিউল ইসলাম। তিনিও একই এলাকার আব্দুল বাকি মিয়ার ছেলে। রবিউল দুর্ঘটনা কবলিত ভ্যানটির চালক। 

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা বলেন, “রংপুর থেকে কাভার্ডভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। ঢাকা-রংপুর মহাসড়কের পান্তা পাড়া নামক স্থানে কাভার্ডভ্যানটি উল্টো পথে আসা ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই দুই ভ্যান যাত্রী নিহত হন। আহত একজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।” 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, “ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিয়ে কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। ঘাতক কাভার্ডভ্যানটি আটকের চেষ্টা চলছে।” 

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়