ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যে কারণে সুন্দরগঞ্জে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩১, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:২৬, ৩ সেপ্টেম্বর ২০২৫
যে কারণে সুন্দরগঞ্জে মুখোমুখি বিএনপির দুই পক্ষ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির দুই পক্ষের মধ্যে সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস এ আদেশ জারি করেন। 

আদেশে বলা হয়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির দুই গ্রুপের মুখোমুখি অবস্থানের কারণে বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সুন্দরগঞ্জ পৌরসভা ও এর আশপাশের এলাকায় এই ধারা বলবৎ থাকবে। 

আরো পড়ুন:

যে কারণে দুই পক্ষ মুখোমুখি:
গত বুধবার (২৭ আগস্ট) উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক বাবুল আহমেদ ও সদস্য সচিক মাহমুদুল ইসলামকে সুন্দরগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের ওয়ার্ড  কমিটি ও ইউনিয়ন কমিটি গঠন করতে বলা হয়। এই কমিটি গঠনে স্বেচ্ছাচারীতার অভিযোগ তোলেন দলটির নেতাকর্মীদের একটি অংশ।

বিএনপির নেতাকর্মীরা জানান, বিক্ষুব্ধ নেতাকর্মীরা গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ড. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুন নব্বী টিটুলের কাছে কমিটি গঠনে বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারীর অভিযোগ তুলে ধরেন। তারা বিষয়টি বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকেও অবগত করেন। 

এরপরও সমাধান না হওয়ায়, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব মাহমুদুল ইসলাম ও তার অনুসারী এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির বর্তমান সহ-সভাপতি মোজাহারুল ইসলামের অনুসারীদের মধ্যে বিরোধ চরমে ওঠে। গত ৩১ আগস্ট বিকেলে মোজাহারুল ইসলামের নেতাকর্মীরা সুন্দরগঞ্জ পৌরসভার আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলার ১৫টি ইউনিয়নে কালো পতাকা শোডাউন করেন।

এরই মধ্যে সুন্দরগঞ্জ পৌর এলাকার তিস্তা বাজারে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ে ৩ সেপ্টেম্বর (বুধবার) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৮টা থেকে দিনব্যাপী কর্মসূচির ঘোষণা করেন দুই পক্ষেরা নেতারা। একই স্থানে একই দলের কর্মসূচি দেওয়ায় বিএনপির দুই পক্ষের নেতাকর্মীদের সংঘর্ষের আশঙ্কা থেকে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে জানতে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব মাহমুদুল ইসলামের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ রাইজিংবিডি ডটকমকে বলেন, ‍‍“কমিটি গঠনের দিন আমি ঢাকায় ছিলাম। ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটিতে নেতা নির্বাচিত করার বিষয়ে আমার সঙ্গে কেউ কোনো আলোচনা করেননি। জেলা থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমিও চাই নিজ দলের মধ্যে বিরোধ সৃষ্টি না হোক।”

তিনি আরো বলেন, “১৪৪ ধারা জারির কারণে আমরা উপজেলার শ্রীপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করব।”

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাহারুল ইসলাম বলেন, “৪৬ বছর ধরে বিএনপির রাজনীতি করছি। ২০১৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিরপেক্ষ কাউন্সিলের মাধ্যমে উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছি। ফ্যাসিস্ট সরকারের সময়ে অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা খেয়েও দলকে সুসংগঠিত করে রেখেছি। অথচ, গত ২৭ আগস্ট তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও পরিশ্রমে গড়া এই দলের গুরুত্বপূর্ণ নেতাকর্মীদের বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ মেনে গণতান্ত্রিকভাবে সঠিক নেতৃত্ব গঠন করাই আমাদের লক্ষ্য। আমরা অবৈধ কমিটি বাতিলের দাবি জানিয়ে প্রতিবাদ করে আসছি।” 

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ও ১৪৪ ধারা জারির বিষয়ে তিনি বলেন, “আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। বিকল্প স্থান হিসেবে বুধবার বিকেলে দহবন্দ ইউনিয়নের ধুমাইটারি মাদরাসায় ছোট পরিসরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছি।”

গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিক বলেন, ‍“৫ আগস্টের পূর্বে সুন্দরগঞ্জে কেউ একটা মিছিল কিংবা কর্মসূচি দিতে পারেনি। এখন অনেকেই দলে আসতে চাচ্ছেন। কমিটি গঠনের জন্য বারবার তাগাদা দেওয়ার পরও তারা গত তিন বছরে কমিটি করতে পারেনি।” 

তিনি আরো বলেন, “কমিটি গঠনের সময় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কে আহ্বায়ক হবেন, কে সদস্য সচিব হবেন- সে ব্যাপারে উন্মুক্ত মতামতের ভিত্তিতে কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিছু ত্রুটি-বিচ্যুতির কারণে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে, যারা দীর্ঘদিনের ত্যাগী ও সিনিয়র নেতাকর্মী আছেন, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করা হবে। এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। আশাকরি, দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।' 

মঙ্গলবার রাতে সুন্দরগঞ্জের ইউএনও রাজ কুমার বিশ্বাস রাইজিংবিডি ডটকমকে বলেন, “বুধবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও যে কোনো অরাজকতা প্রতিরোধে এদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।”

ঢাকা/মাসুম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়