ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২১ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:১১, ২১ সেপ্টেম্বর ২০২৫
তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন: আযম খান

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘‘তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তাকে সংবর্ধনা দেওয়ার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আমারাও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি।’’

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের কনভেনশন সেন্টারে বাংলাদেশ মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা মহিলা দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আহমেদ আযম খান বলেন, ‘‘কতিপয় রাজনৈতিক দল গণতন্ত্রকে ব্যাহত করার জন্য উঠেপড়ে লেগেছে। ওই দলগুলো দেশের সম্প্রীতি নষ্ট করতে চায়। আমরা দেশকে যেভাবে এগিয়ে নিতে চাই, ফ্যাসিবাদীরা যেভাবে দেশকে ধ্বংস করেছে, সেখান থেকে উন্নয়নের পথে নিতে চাই—কিন্তু কিছু দল সেখানে বাধা হয়ে দাঁড়াচ্ছে।’’

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। তিনি বলেন, ‘‘এই দেশের অর্ধেক হচ্ছে নারী সমাজ, আর তাদের বাদ দিয়ে রাষ্ট্র চলতে পারে না।’’

জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, শহর বিএনপির সভাপতি আব্দুল আলীম, সাধারণ সম্পাদক ইজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রক্সি মেহেদী প্রমুখ।

ঢাকা/কাওসার/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়