ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মানিকগঞ্জে ডাকাতের হামলায় নারী নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১১:৫৯, ২৩ সেপ্টেম্বর ২০২৫
মানিকগঞ্জে ডাকাতের হামলায় নারী নিহত

মানিকগঞ্জের ঘিওরে নিজ বাড়িতে ডাকাতদের হামলায় রাশিদা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে উপজেলার পয়লা ইউনিয়নের বাইলজুরী গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। 

আরো পড়ুন:

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কোহিনুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানিয়রা জানান, প্রায় ৩০ বছর আগে রাশিদা বেগমের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর তিনি দীর্ঘদিন প্রবাসে ছিলেন। এক দশক আগে তিনি দেশে ফেরেন। বাইলজুরী গ্রামে বাড়ি নির্মাণ করে একাই বসবাস করছিলেন তিনি।

পয়লা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল লতিফ বলেন, “রাশিদার একমাত্র মেয়ে তাসলিমা বর্তমানে জর্ডান প্রবাসী। বাড়িতে রাশিদা বেগম একাই থাকতেন। গতকাল রাতে তার ভাইয়ের মেয়ে ও নাতি বেড়াতে এসে পাশের ঘরে ঘুমাচ্ছিলেন। ডাকাতরা রাশিদা বেগমকে খুন করে মূল্যবান মালামাল নিয়ে যায়।”

ঘিওর থানার ওসি মো. কোহিনুর ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।”

ঢাকা/চন্দন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়