হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
দিনাজপুরের হিলিতে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পালশা পাঠানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নূরবানু বেগম (৪৭) ওই গ্রামের আবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত ওয়াজেদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ‘‘ওয়াজেদ মাদকাসক্ত। নেশার জন্য প্রায়ই মায়ের কাছে টাকার দাবি করতেন। টাকা না দিলে মারধর করতেন।’’
‘‘বুধবার দুপুরে টাকার জন্য নূরবানুর মাথায় লাঠি দিয়ে আঘাত করেন ওয়াজেদ। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।’’- যোগ করেন ওসি।
ঢাকা/মোসলেম/রাজীব