ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মহেশখালীতে নলকূপ খননের সময় বেরিয়ে এলো ‘পকেট গ্যাস’

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:০৯, ২৫ সেপ্টেম্বর ২০২৫
মহেশখালীতে নলকূপ খননের সময় বেরিয়ে এলো ‘পকেট গ্যাস’

কক্সবাজারের মহেশখালীতে নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ছোট মহেশখালী ইউনিয়নের মুহাম্মদপুর তেলিপাড়া এলাকার একটি বাড়ির ঘটনা এটি। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেদায়েত উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নলকূপ খনন কাজের পাম্প মেকানিক নুরুল কবির বলেন, “প্রায় ১৭৪ ফুট গভীরে পৌঁছালে প্রচণ্ড গতিতে বাতাস বের হতে থাকে। এতে লোহার খুঁটিতে আগুন ধরে যায়। পরে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।”

ইউএনও হেদায়েত উল্যাহ বলেন, “জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তাদের মতে, এটি ‘পকেট গ্যাস’। 

তিনি আরো বলেন, “বিশেষজ্ঞরা বলছেন, এটি শিল্পকারখানায় ব্যবহারের প্রাকৃতিক গ্যাস নয়, বরং জৈব পদার্থ পচে তৈরি অস্থায়ী দাহ্য গ্যাস, যাকে ‘পকেট গ্যাস’ বলা হয়।”

এর আগে, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে একই ইউনিয়নের সিপাহীরপাড়ায় নলকূপ খননের সময় একইভাবে গ্যাস বের হয়েছিল। 

ঢাকা/তারেকুর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়