ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৪:২০, ২৬ সেপ্টেম্বর ২০২৫
বাগেরহাটে রিমান্ডে থাকা আসামির মৃত্যু

শুক্রবার সকালে রিমান্ডে থাকার সময় মোজাফফর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয় পুলিশ

বাগেরহাটে চুরির মামলায় রিমান্ডে থাকা মোজাফফর হোসেন (২৬) নামের এক আসামির মৃত্যু হয়েছে। তিনি রামপাল উপজেলার ভাগা গ্রামের ওহাব আলীর ছেলে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোজাফফর মারা যান বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গত ১৮ সেপ্টেম্বর সদর উপজেলার রাখালগাছি এলাকা থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির ঘটনায় স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাদেরকে আদালতে পাঠানো হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পুলিশ আদালতের মাধ্যমে তাদেরকে এক দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে থাকার সময় শুক্রবার সকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়েন। পুলিশ সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক সকাল ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে হাসপাতালে পাওয়া যায়নি।

বাগেরহাট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এস কে সোহেলুর রহমান বলেছেন, মোজাফফরকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। ইসিজি করে জানা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছে। উন্নত চিকিৎসার জন্য খুলনায় স্থানান্তরের প্রস্তুতির মধ্যেই সকাল ৮টার দিকে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেছেন, মোজাফফরের নামে চারটি মামলা আছে। অসুস্থ হয়ে পড়লে পুলিশ তাকে হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। মোজাফফরের পরিবারের লোকজন এলে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/শহিদুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়