মেহেরপুরে আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার
মেহেরপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার সুমন আহমেদ।
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদ (২৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর একটি দল।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার কাজীপুর ইউনিয়নের গোলাম বাজার এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সুমন আহমেদ গোলাম বাজার এলাকার তাইজুল ইসলামের ছেলে। মেহেরপুর র্যাব-১২ এর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।
অভিযান সূত্রে জানা যায়, গোলাম বাজার এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছেন— এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সেখান থেকে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজসহ সুমন আহমেদকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/ফারুক/বকুল