ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:৫৩, ৯ অক্টোবর ২০২৫
সিরাজগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

সিরাজগঞ্জে অজ্ঞাত এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকলেছুর রহমান বলেছেন, বুধবার রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে হত্যা করেছে। সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানিয়েছেন, নিহতের পরিচয় শনাক্ত করার জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) খবর দেওয়া হয়েছে। মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

ঢাকা/অদিত্য/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়