ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৯ অক্টোবর ২০২৫  
রাজশাহীতে বিশ্ব ডাক দিবস উদযাপন

বিশ্ব ডাক দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে রাজশাহী শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ডাক দিবস। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে শহরের লক্ষ্মীপুরে ডাক বিভাগের আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাক বিভাগের উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন- ডাক জীবন বীমার রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন, রাজশাহী জিপিও সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান এবং রাজশাহী পোস্টাল বিভাগের কর্মকর্তা রাকিব বিশ্বাস।

আরো পড়ুন:

সভায় বক্তারা বলেন, একসময় ডাক পিয়ন, ডাকঘর ও চিঠি ছিল মানুষের আবেগ ও যোগাযোগের প্রতীক। প্রিয়জনের চিঠির অপেক্ষায় মানুষ দিনগুনে থাকতেন। প্রযুক্তির অগ্রগতিতে যোগাযোগ মাধ্যম বদলে গেলেও ডাক বিভাগের গুরুত্ব আজও অম্লান। 

তারা জানান, সরকার ডাক বিভাগকে আধুনিক ও সময়োপযোগী করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে।

এর আগে, সকাল সাড়ে ৭টায় ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আঞ্চলিক ডাক কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডাক জীবন বীমা প্রতিনিধিসহ ই-কমার্স ও ডাকসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

দিবসটি উপলক্ষে পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

ঢাকা/কেয়া/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়