ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, ৫ পুলিশ আহত

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৯ অক্টোবর ২০২৫  
বাজার ইজারা নিয়ে সংঘর্ষ, ৫ পুলিশ আহত

আহত পুলিশ সদস্যদের হাসপাতালে নেওয়া হচ্ছে

পটুয়াখালীর লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারের ইজারা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় পুলিশের পাঁচজন সদস্য আহত হয়েছেন। এছাড়া এসময় গুরুতর আহত হয়েছেন মফিজুল নামের এক ব্যক্তি। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। 

আহত পাঁচ পুলিশ সদস্যের মধ্যে এএসআই জহির, এএসআই রহমান, কনস্টেবল মহিবুল্লাহ ও সাইফুল ইসলামকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত কনস্টেবল রানা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

বুধবার (৮ অক্টোবর) রাত দশটার দিকে সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া বাজারে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাল বাজারের ইজারা নিয়ে পূর্ব শত্রুতার জেরে ওই এলাকার সোহাগ মাঝি ও তার সঙ্গীরা প্রতিপক্ষ স্থানীয় বিএনপি নেতা মফিজুলকে দা ও চল (মাছ ধরার কোচ) দিয়ে এলাপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। 

এ ঘটনায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের বাঁধে। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসী হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়। 

পরে যৌথ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে এবং পুলিশের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপর হামলায় বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে আমিনুল হক চৌধুরী (৪৮), পলাশ হাওলাদার (২৩) ও রমজান আলী (৮০) নামের তিনজনকে আটক করা হয়েছে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মোস্তাফিজুর রহমান বলেন, “পুলিশের উপর হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।”

ঢাকা/ইমরান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়