যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত, বাবা আহত
নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডাকাতিয়া গ্রামে ছুরিকাঘাতে চঞ্চল গাজী (২৮) নামে এক যুবককে নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা মধু গাজী (৫২) আহত হন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে তাদের ওপর হামলা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া গ্রামের ইসরাইল ডাক্তারের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে চঞ্চল গাজী ও তার বাবা মধু গাজীর সঙ্গে প্রতিবেশী রবিউল, বিল্লাল হোসেন, মাহিম ও সাদ্দামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি হয়। এসময় চঞ্চল ও মধু গাজীকে ছুরিকাঘাত করে আহত করেন প্রতিপক্ষের লোকজন।
গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন বাবা-ছেলেকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে সকাল সাড়ে ১১টায় চঞ্চল গাজী মারা যান। আহত মধু গাজী একই হাসপাতালে চিকিৎসাধীন।
কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, ঘটনাটি পূর্ব শত্রুতাজনিত বিরোধের জেরে ঘটেছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
ঢাকা/রিটন/মাসুদ