ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১০ অক্টোবর ২০২৫  
ইয়াবাসহ গ্রেপ্তার ছাত্রদল নেতাকে বহিষ্কার 

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি রিফাত জামান হাওলাদারকে পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ শুক্রবার (১০ অক্টোবর) বিকালে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ ও সদস্য সচিব নিলয় হাওলাদার মস্তফা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ০৬নং কুশলা ইউনিয়নের সহ-সভাপতি রিফাত জামান হাওলাদাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

গত ৭ অক্টোবর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ রিফাত জামানকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রক অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুইশত টাকা অর্থদণ্ড করেন ভ্রাম্যমাণ আদালত। 

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়