ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৪, ১১ অক্টোবর ২০২৫  
একই ওড়নায় ঝুলছিল স্বামী-স্ত্রীর লাশ

ফাইল ফটো

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দারোগোল্লা গ্রামে একই ওড়নায় ঝুলন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন— সাব্বির (২২) ও তার স্ত্রী সিনথিয়া (২০)। সাব্বির ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিনথিয়া ও সাব্বিরের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই কলহের জেরে তারা আত্মহত্যা করেছেন। রাত ৩টার দিকে বাড়ির একটি কক্ষে তাদের ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবার। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার ওসি রাশেদুল হাসান খান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর রহস্য উন্মোচন হবে।”

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়