ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভুল করে বিকাশে আসা ৪২ হাজার টাকা ফেরত দিলেন শিক্ষার্থী মনির

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ১১ অক্টোবর ২০২৫   আপডেট: ২৩:০১, ১১ অক্টোবর ২০২৫
ভুল করে বিকাশে আসা ৪২ হাজার টাকা ফেরত দিলেন শিক্ষার্থী মনির

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের শিক্ষার্থী আসাদুজ্জামান মনির (৩০) সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভুলবশত তার বিকাশ অ্যাকাউন্টে জমা হওয়া ৪১ হাজার ৯৯০ টাকা ফেরত দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে কাপাসিয়ার কামারগাঁও নামাবাজার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীদের উপস্থিতিতে তিনি সৌদি আরব প্রবাসী মো. আব্দুর রহিমের পরিবারের হাতে টাকা তুলে দেন।

আরো পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী আব্দুর রহিমের স্ত্রী ও ছেলে মো. পারভেজ মিয়া (২৫)।

আসাদুজ্জামান মনির কাপাসিয়ার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিডিআর সদস্য মরহুম আফসার উদ্দিনের ছেলে এবং সৈয়দা জোহরা তাজউদ্দীন নার্সিং কলেজের পোস্ট বেসিক বিএসসি ইন নার্সিং প্রথম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, গত সোমবার (৬ অক্টোবর) রাতে হঠাৎ তার বিকাশ অ্যাকাউন্টে একটি অচেনা নম্বর থেকে ৪১ হাজার ৯৯০ টাকা আসে। টাকাটি কীভাবে এল বুঝতে না পেরে তিনি বিকাশ এজেন্টের সঙ্গে যোগাযোগ করেন। পরে তিনি জানতে পারেন, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণ ছন্দাপাড়া এলাকার প্রবাসী আব্দুর রহিম মিয়ার স্ত্রীর নম্বরে পাঠানোর কথা থাকলেও ভুলক্রমে টাকা চলে আসে মনিরের অ্যাকাউন্টে।

এরপর বেশ কয়েকজন ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও নিশ্চিত তথ্য না পেয়ে মনির সতর্ক থাকেন। পরবর্তীতে এজেন্টের সহায়তায় প্রকৃত মালিকের সন্ধান মেলে। সব প্রমাণ যাচাই শেষে তিনি পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুরো অর্থ ফেরত দেন।

প্রবাসীর ছেলে পারভেজ মিয়া বলেন, “এ যুগে ভুল করে মোবাইলে ২০ টাকা রিচার্জ গেলে ফেরত পাওয়া দুষ্কর। অথচ একজন শিক্ষার্থী প্রায় ৪২ হাজার টাকা ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন।”

নিজের অবস্থান সম্পর্কে মনির বলেন, “সততার কাছে টাকা মূল্যহীন। প্রকৃত মালিককে খুঁজে পেতে কিছুটা কষ্ট হলেও এটা ছিল আমার দায়িত্ব। টাকার মালিক আমি নই, তাই লাখ টাকা হলেও ফেরত দিতাম।”

তার এই কর্মকাণ্ডে কাপাসিয়া উপজেলা ও নিজ এলাকায় যেমন প্রশংসা ছড়িয়ে পড়েছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে সততার এই গল্প ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

ঢাকা/রফিক/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়