ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সরকার নিজেকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে’

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ১২ অক্টোবর ২০২৫  
‘সরকার নিজেকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে’

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জলি তালুকদার

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জলি তালুকদার বলেছেন “বর্তমান সরকার নিরপেক্ষতা হারিয়েছে। একটা দল জাতীয় নাগরিক পাটিকে (এনসিপি) সমর্থন দিয়ে বসে আছে। তারা এনসিপিকে চালাচ্ছে। আমরা দেখেছি এনসিপির নেতারা যেখানেই যাচ্ছে, সরকারের বিভিন্ন ধরণের সহযোগিতা ও সমর্থন তারা পাচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার কিছু দলের সমর্থন দিয়ে নির্বাচনের নিরপেক্ষতা হারিয়েছে। সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষতা প্রয়োজন, সেটিতে বর্তমান সরকার ব্যর্থ হয়েছে। সরকার নিজেকেই প্রশ্নবিদ্ধ করে ফেলেছে।”

শনিবার (১১ অক্টোবর) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে কমরেড জসিম উদ্দিন মন্ডলের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। উপজেলা কমিউনিস্ট পার্টি (সিপিবি) এই স্মরণ সভার আয়োজন করে। 

জলি তালুকদার বলেন, “গরিবদের জোট বাঁধার এখনই গুরুত্বপূর্ণ সময়। আমরা দুর্নীতি, অনিয়ম ও স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি। ছাত্রদের নেতৃত্ব আমরা মেনে নিয়েছিলাম। সেই ছাত্রদের নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে, তা আমাদের কাম্য ছিল না। অনেক উপদেষ্টা আমাদের সঙ্গে লড়াই করেছেন, আবার অনেকেই ঠান্ডা ঘর থেকে লড়াই দেখছেন। আমাদের একটাই প্রশ্ন- আপনারা এক বছরে শত কোটি টাকার মালিক হচ্ছেন, আওয়ামী লীগের মতোই যদি আপনারাও করেন, তাহলে গণঅভ্যুথানের আকাঙ্খা কিভাবে রক্ষা করবেন?”

তিনি আরো বলেন, “আমি সেইসব ছাত্র, সেইসব উপদেষ্টা, যারা সমন্বয়ক হয়েছেন এবং তাদের পেছনে যারা অভিভাবক হয়ে কলকাঠি নাড়ান তাদের বলতে চাই, যে ছাত্রদের দিয়ে নতুন স্বপ্নের দেশ গড়তে পারতেন তাদের দুর্নীতি পরায়ন বানালেন কেন? তারা হাজার কোটি টাকার মালিক হয়ে গেল। এখন মানুষ রাজনৈতিক ব্যক্তিদের বিশ্বাস করতে পারে না। দুর্নীতি, লুটপাট, টাকা পাচার করে মানুষের ভরসা অর্জন করা যায় না।” 

তিনি বলেন, “কমরেড জসিম উদ্দিন মন্ডল আজীবন লড়াই করেছেন। তিনি আমাদের মেহনতি মানুষের কথা বলেছেন। লড়াই সংগ্রামে তার জীবন কেটেছে।”

জলি তালুকদার বলেন, সাধারণ মেহনতি মানুষের মুক্তির জন্য কথা বলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। মুক্তির জন্য, অধিকার আদায়ের জন্য কমিউনিস্ট পার্টির পতাকা তলে সবাইকে আসতে হবে।”

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সিপিবির কুষ্টিয়া জেলার সভাপতি ওহায়েদুজ্জামান, সাধারণ সম্পাদক ম হেলাল, সম্পাদক মণ্ডলীর সভাপতি নুরুদ্দিন আহম্মেদ, পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আহসান হাবিব, কুষ্টিয়া জেলা কমিটির সদস্য রফিকুল ইসলাম।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়