ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রবাসী কাজি গোলাম মহিউদ্দিনের জানাজা বুধবার

রাইজিংবিডি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৬, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:০২, ১২ অক্টোবর ২০২৫
প্রবাসী কাজি গোলাম মহিউদ্দিনের জানাজা বুধবার

ড. অধ্যাপক কাজি গোলাম মহিউদ্দিন

যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ ড. অধ্যাপক কাজি গোলাম মহিউদ্দিনের (৮৩) জানাজা আগামী বুধবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় ফেনী শহরের পূর্ব উকিলপাড়া মুন্সিবাড়ি মসজিদে হবে। তার সর্বশেষ জানাজা বাদ জোহর পৈত্রিক নিবাস ফেনী সদর থানার মাথিয়ারা কাজি বাড়িতে হওয়ার কথা রয়েছে। সেখানে প্রতিষ্ঠিত খানকায়ে আলিয়াতে মরহুমকে দাফন করা হবে।

কাজি গোলাম মহিউদ্দিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি হাসপাতালে গত ২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সময় রাত ৮টায় মারা যান। গত ৩ অক্টোবর বাদ জুমা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ইসলামিক সেন্টারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

কাজি গোলাম মহিউদ্দিন অধূণালুপ্ত কাজি ক্যামিকেল ওয়ার্কাসের প্রতিষ্ঠাতা মরহুম কাজি আলী নোয়াজের তৃতীয় ছেলে। তিনি ১৯৪৩ সালের ৬ মার্চ ফেনী শহরের পূর্ব উকিল পাড়ায় জন্মগ্ৰহণ করেন।

কাজি গোলাম মহিউদ্দিন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম পাস করে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেন। তিনি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ'তে প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে যোগ দেন। আমেরিকার ইন্ডিয়ানা ইউনিভার্সিটি থেকে এমবিএ সম্পন্ন করে ফিরে এসে আবারো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএ’তে শিক্ষক হিসেবে যোগ দেন তিনি।

কাজি গোলাম মহিউদ্দিন ১৯৮১ সালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় লস অ্যাঞ্জেলস (ইউসিএলএ) থেকে স্কুল অফ বিজনেস বিষয়ে পিএইচডি সম্পন্ন করেন। এরপর তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। সুদীর্ঘ ৪৫ বছরেরও অধিককাল শিক্ষকতার পাঠ চুকিয়ে অধ্যাপক হিসেবে ইউসিএলএ থেকে অবসর গ্রহণ করেন তিনি।

ঢাকা/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়