ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১২ অক্টোবর ২০২৫  
মুন্সীগঞ্জে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

রায় ঘোষণার পর আসামি নুর মোহাম্মদ খান (কালো গেঞ্জি পরিহিত) ও আইয়ুব খান (সাদা জামা পরিহিত) কে কারাগারে নেওয়া হয়।

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় মজিবুর খান (৫২) হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জজ প্রথম আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, নুর মোহাম্মদ খান (৩২) ও আইয়ুব খান (৪৫)। রায় ঘোষণার সময় আসামিরা কারাগারে উপস্থিত ছিলেন। 

আরো পড়ুন:

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাসিম আখতার যাবজ্জীবন কারাদণ্ডের তথ্য জানান। তিনি আদালতের এই আদেশে সন্তোষ প্রকাশ করেন।

মামলার বাদী আরিফ হোসেন বলেন, ‘‘ওরা আমার বাবাকে কুপিয়ে খুন করেছেন। আজ আদালত দুইজনকে যাবজ্জীবন দিয়েছেন। আমি ওদের ফাঁসি চাই।’’

দণ্ডপ্রাপ্ত নুর মোহাম্মদ সিরাজদীখান উপজেলার বাসাইল ইউনিয়নের উত্তর বাসাইল গ্রামের প্রয়াত বাবুল খানের ছেলে ও অপর দণ্ডপ্রাপ্ত আইয়ুব একই গ্রামের বাসিন্দা। 

নিহত মজিবুর খান একই উপজেলার বাসাইল ইউনিয়নের রাঙ্গামালিয়া গ্রামের হাছেন উদ্দিন খানের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৪ জুন দুপুরে উপজেলার ঈমামগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন মজিবুর খান। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ বাড়ির অদূরে তার পথরোধ করে প্রতিপক্ষরা। প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হামলার পরের দিন নিহতের ছেলে আরিফ খান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন। 
 

ঢাকা/রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়