ঢাকা     সোমবার   ১০ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৯:১৪, ১২ অক্টোবর ২০২৫
খুলনায় শিশু জিসান হত্যা: আসামির বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

শিশু জিসান হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করে।

খুলনার দিঘলিয়া উপজেলায় আলোচিত শিশু জিসান হত্যা মামলায় আসামিদের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে স্থানীয়রা। এ মামলার প্রধান আসামি ফয়সালের মা ও বাবাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তারাও এ মামলার আসামি। 

শনিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিঘলিয়া উপজেলার দেয়াড়া খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে নিখোঁজের তিন দিন পর জিসানের (৭) লাশ মাটি খুড়ে উদ্ধার করে পুলিশ। শিশু জিসানের বাবা আলমগীর হোসেন দেয়াড়ায় অবস্থিত জুট টেক্সটাইল মিলে (মন্ডল মিল) মেকানিক্যাল পদে চাকরি করেন।

আরো পড়ুন:

আজ রবিবার (১২ অক্টোবর) সকালে দেয়াড়া গ্রামে ফয়সালের বাড়িতে ক্ষুব্ধ এলাকাবাসী হামলা করে। এ সময় তারা বাড়িতে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়।

হত্যার ঘটনায় জিসানের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে শনিবার (১১ অক্টোবর) রাতে ফয়সাল, ফয়সালের মাহিনুর বেগম ও বাবা হান্নান শেখকে আসামি করে হত্যা ও গুমের অভিযোগ এনে দিঘলিয়া থানায় মামলা করেন।

মাহিনুর বেগম ও হান্নান শেখকে লাশ মাটির নিয়ে চাপা দিয়ে লাশ গুম করতে ছেলেকে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) দুপুরে নগরীর দৌলতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন।

এদিকে, জিসান হত্যার বিচারের দাবিতে রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার দেয়াড়া খেয়াঘাট মোড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন অধ্যাপক মনিবুর রহমান, শেখ আবু জাফর, শেখ মামুন আলম, মোল্লা নাজমুল হক, শেখ মিল্টন, মোল্লা রাজু আহমেদ, আব্দুল কাদের জনি, মোহাম্মদ আলী টুটুল, আনোয়ার হোসেন, মোল্লা মাহমুদুল হাসান মিঠু, হালিম খলিফা, সোহেল জাফর মঈন, রাজীব আহমেদ প্রমুখ।

দিঘলিয়া থানার ওসি এইচ এম শাহীন হত্যাকাণ্ডের কারণ জানাতে গিয়ে বলেন, ‘‘গ্রেপ্তার যুবক ফয়সাল মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসংলগ্ন কথা বলছেন। কখনো বলছেন, তাকে গালি দেওয়ার কারণে ক্ষোভে তিনি হত্যা করেছেন, যা গ্রহণযোগ্য নয়। তবে তাদের মধ্যে পূর্বশত্রুতার তথ্য পাওয়া যায়নি।’’ 

ওসি আরো বলেন, ‘‘শিশু জিসানকে কুপিয়ে হত্যার পর হত্যাকারী ফয়সালকে বাঁচাতে তার মা-বাবা লাশটি মাটিতে পুতে গুম করতে সহযোগিতা করেন বলে তারা স্বীকার করেছেন। এ কারণে তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। তারা এ বিষয়ে আদালতে ১৬৪ ধারায়ে জবানবন্দি দিতে রাজি হয়েছেন।’’

পুলিশ জানায়, গত ৯ অক্টোবর বিকাল থেকে শিশু জিসান নিখোঁজ হয়। তার খোঁজ না পেয়ে জিসানের বাবা দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের বিষয়টি তদন্ত করতে গিয়ে সিসিটিভির ফুটেজে পার্শ্ববর্তী দেয়াড়া গ্রামের হান্নান শেখের ছেলে ফয়সালের সঙ্গে জিসানকে সর্বশেষ তাকে দেখা যায়। ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পর তিনি হত্যার কথা স্বীকার করেন।  

ওসি এইচ এম শাহিন বলেন, ‘‘ফয়সালকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জিসানকে কুপিয়ে হত্যা করে লাশ বাড়ির উঠানে পুঁতে রাখার কথা স্বীকার করেন। সেখান থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তের পর হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন হবে।’’
 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়