ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্বশুরের মামলায় জামাতা কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১২ অক্টোবর ২০২৫  
শ্বশুরের মামলায় জামাতা কারাগারে

বিপ্র বিশ্বাস। ফাইল ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় মেয়েকে মারধরের অভিযোগে শ্বশুরের দায়ের করা মামলায় জামাতা বিপ্র বিশ্বাসকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) বিষয়টি জানাজানি হয়। এর আগে, গত ৬ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে কারাগারে আছেন বিপ্র বিশ্বাস।

এদিকে, মামলা তুলে নিতে আসামি পক্ষ থেকে বাদীকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ি গ্রামের ব্যবসায়ী বিপুল বিশ্বাসের ছেলে বিপ্র বিশ্বাস ভালোবেসে একই গ্রামের নিখিল মল্লিকের মেয়ে অন্তু মল্লিককে বিয়ে করেন। তবে, বিয়ের পর থেকে তাদের মধ্যে কলহ চলে আসছিল।

গত রবিবার বিপ্র বিশ্বাস তার স্ত্রী অন্তু মল্লিককে মেরে গুরুতর আহত করেন অভিযোগ। এ ঘটনার পরদিন নিখিল মল্লিক বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরই পুলিশ অভিযান চালিয়ে বিপ্র বিশ্বাসকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

মামলার বাদী নিখিল মল্লিক বলেন, ‘‘বিয়ের পর থেকেই বিপ্র ও তার পরিবারের লোকজন আমার মেয়েকে নানাভাবে নির্যাতন করত। আমার জামাতা একজন মাদকসেবী। প্রায়ই আমার মেয়ের কাছে মাদকের জন্য টাকা চাইত। টাকা না দিলে মারধর করত।’’

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, ‘‘নিখিল মল্লিক তার জামাতা বিপ্র বিশ্বাসকে একমাত্র আসামি করে মামলা করেছেন। সেই মামলার আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।’’

আসামি পক্ষের মামলা তুলে নেওয়ার হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা এখনো এমন অভিযোগ পাইনি। পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়