ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৮, ১৩ অক্টোবর ২০২৫   আপডেট: ১০:২৩, ১৩ অক্টোবর ২০২৫
শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

মো. সোহাগ

গাজীপুরের শ্রীপুরে হুজাইফা নামে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সোহাগ (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে শ্রীপুর থানায় সংবাদ সম্মেলনে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম এ তথ্য জানান। 

আরো পড়ুন:

নিহত শিশু হুজাইফা চাওবন গ্রামের হারুন রশীদের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 
অভিযুক্ত সোহাগ একই গ্রামের হরমু মেম্বারের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার মেরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সোহাগ শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। এমনকি তিনি স্বাভাবিকভাবে নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে জঙ্গলে গিয়ে মরদেহ উদ্ধারেও সহায়তা করেন। 

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক বলেন, “শনিবার রাতে জঙ্গল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে সোহাগকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধের দায় স্বীকার করেছেন।”

ঢাকা/রফিক/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়