নাটোরে হোটেল থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নাটোর শহরের নিচা বাজার এলাকায় নাটোর বোর্ডিং নামের আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৬) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে হোটেলের চতুর্থ তলার ৬২ নম্বর কক্ষ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
আনোয়ার পারভেজ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পুষ্ট কামারী এলাকার জলু মিয়ার ছেলে। তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
আনোয়ার পারভেজের ছেলে রবিন মিয়া সাংবাদিকদের জানিয়েছেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে এসেছিলেন। তিনি গোল্ড প্লেটের ব্যবসায়ী ছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানিয়েছেন, আনোয়ার পারভেজ ব্যবসার কাজে নাটোরে এসে শনিবার রাত ১০টার দিকে নাটোর বোর্ডিংয়ের চতুর্থ তলায় ৬২ নম্বর কক্ষ রাতযাপনের জন্য ভাড়া নেন। পরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঢাকা/আরিফুল/রফিক