ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নোয়াখালীতে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫৩, ১৪ অক্টোবর ২০২৫
নোয়াখালীতে বাসের সিলিন্ডার বিস্ফোরণ, আহত ৪

সিলিন্ডার বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাস

নোয়াখালীর বেগমগঞ্জের একটি ফিলিং স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় একটি বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও পাশের আরেকটি একটি বাস ক্ষতিগ্রস্থ হয়।

সোমবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে ঘটনাটি ঘটে।

আরো পড়ুন:

আহতরা হলেন- উপজেলার কেন্দুরবাগ বাজার এলাকার সিএনজিচালক মো. রেজু মিয়া (৬৫), মো. বেচু মিয়া (২৬), মো. আরমান (২৩) ও ফিলিং স্টেশনের কর্মচারী মো. জাবেদ হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর রুটের আজাদ পরিবহনের একটি বাস গ্যাস নিতে রাত সোয়া ৯টার দিকে উপজেলার কেন্দুরবাগ মীম সিএনজি ফিলিং স্টেশনে আসে। গ্যাস দেওয়ার সময় হঠাৎ বাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। ফলে চারজন আহত হন। পরে চৌমুহনী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লিটন দেওয়ান বলেন, “বাস গ্যাস নিতে আসলে দুর্ঘটনাটি ঘটে। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে চলে যান। বাস জব্দ করে থানায় নেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/সুজন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়