ঢাকা     বৃহস্পতিবার   ১৩ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৪ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:১৯, ১৪ অক্টোবর ২০২৫
দুই স্ত্রীর বিবাদে প্রাণ গেল যুবদল নেতার

বাগেরহাটের কচুয়া উপজেলায় জাহিদুল ইসলাম মিন্টু (৪৫) নামে এক যুবদল নেতাকে বাড়ির ভেতরে কুপিয়ে হত্যা করেছে কয়েকজন ব্যক্তি। সোমবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশের ধারণা, দুই স্ত্রীর বিরোধের কারণে মিন্টু হত্যার শিকার হয়েছেন।

নিহত মিন্টু কচুয়া উপজেলার শিবপুর গ্রামের সরদার আবু বক্করের ছেলে। তিনি রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী ছিলেন। 

আরো পড়ুন:

পুলিশ জানায়, দুই বিয়ের কারণে মিন্টুর সংসারে অশান্তি চলছিল। গতকাল সোমবার রাতে তার দুই স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে ৮-১০ জন লোক বাড়িতে এসে মিন্টুকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মিন্টুকে মৃত ঘোষণা করেন।

রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন বলেন, “মিন্টুর দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এরই মধ্যে গতকাল সোমবার রাতে বাইরে থেকে কিছু লোক গিয়ে মিন্টুকে হত্যা করে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।”

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন বলেন, “মিন্টু পারিবারিকভাবে অশান্তিতে ছিলেন। আমরা শুনেছি, তিনি মাদকাসক্ত ছিলেন। তার দুই স্ত্রীর মধ্যে কোন্দল চলছিল। এরই জেরে ৭-৮ জন লোক গিয়ে মিন্টুকে হত্যা করে এমনটি ধারণা করা হচ্ছে।”

তিনি আরো বলেন, “নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ শুরু করেছে।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়