ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৯, ১৪ অক্টোবর ২০২৫  
মাদক বিক্রিতে বাধা দেওয়ায় গ্রাম পুলিশকে মারধরের অভিযোগ

মুমিন গাজী

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় মুমিন গাজী (২৬) নামে গ্রাম পুলিশের এক সদস্যকে মারধর করার অভিযোগ উঠেছে। মুমিন গাজী বাদী হয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। 

মুমিন গাজী উপজেলার হিরণ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য। তিনি বর্ষা পাড়া গ্রামের মো. মুজিবর গাজীর ছেলে।

আরো পড়ুন:

হিরণ ইউনিয়নের মৃত আবুল বাশার মোল্লার ছেলে হৃদয় হক রাব্বি (২৮) প্রায়ই মাদক বিক্রি করতে বর্ষা পাড়া গ্রামের বিভিন্ন জায়গায় যান। কিছুদিন আগে বর্ষা পাড়া গ্রামে রাব্বি মাদক বিক্রি করতে গেলে মুমিন গাজী লোকজন নিয়ে তাকে মাদক বিক্রিতে বাধা দেন। এতে রাব্বি ক্ষিপ্ত হয়ে তার চাচাত ভাই মশিউর রহমান মোল্লাকে সঙ্গে নিয়ে দক্ষিণ হিরণ সেতুর ওপর মুমিন গাজীকে মারধর করেন।

মুমিন গাজী বলেছেন, হৃদয় হক রাব্বি প্রায়ই মাদক বিক্রির জন্য আমাদের বর্ষা পাড়া গ্রামে আসে। কিছুদিন আগে তাকে মাদক বিক্রির সময় আমি লোকজনসহ বাধা দিই। এ ঘটনার পর সোমবার (১৩ অক্টোবর) আমি ইউনিয়ন পরিষদ থেকে বাড়ি ফেরার সময় রাব্বি তার চাচাত ভাই মশিউর মোল্লাকে নিয়ে তাদের বাড়ির সামনে আমাকে মারধর করে।

এ বিষয়ে জানার জন্য হৃদয় হক রাব্বিদের বাড়িতে গিয়ে তাদেরকে পাওয়া যায়নি। তবে, তার চাচা জাবেদ মোল্লা বলেছেন, আমার ভাতিজা রাব্বি বিয়ে করার জন্য বর্ষা পাড়া গ্রামে একটি মেয়ে দেখেছিল। গ্রাম পুলিশ মুমিন সেই বিয়ে ভেঙে দিয়েছে। এজন্য ক্ষিপ্ত হয়ে আমার ভাতিজা রাব্বি তাকে দুই-একটি চড়-থাপ্পর দিয়েছে। বিষয়টি আমরা সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করছি। 

কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক ও তদন্ত কর্মকর্তা আল-আমিন বলেছেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

ঢাকা/বাদল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়