ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৭, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১৩, ১৫ অক্টোবর ২০২৫
মুন্সীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জে পদ্মা উত্তর থানার সামনে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাসেল (৩০) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে দুর্ঘটনার শিকার হন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাসেল তার চাচা ও ভগ্নিপতিকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ প্রজেক্ট এলাকার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে রাসেল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক ডা. রাশেদুজ্জামান রাসেলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

পদ্মা উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল হাওলাদার জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ থানায় রাখা হয়েছে। স্বজনদের কোনো আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই বুধবার (১৫ অক্টোবর) সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়