নোয়াখালীতে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গাংচিল আবাসনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- একই ওয়ার্ডের মাসুদের ছেলে মাসুম (৮) ও মারুফ (৬)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দুই ভাই বাড়ির পাশে মসজিদের পুকুরে গোসল করতে যায়। এ সময় তাদের পরিবারের সদস্যরা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। তখন সবার অগোচরে দুজন পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি দুজনকে মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’’
ঢাকা/সুজন/রাজীব