ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবির ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত 

রাজশাহী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:৩০, ১৬ অক্টোবর ২০২৫
রাবির ৬ প্রবেশপথে কঠোর নিরাপত্তা, ঢুকতে পারছে না বহিরাগত 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রবেশে কঠোর কড়াকড়ি আরোপ করা হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশ পথেই পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পরিচয় পত্র ছাড়া কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এর আগে গতকাল থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ সকাল থেকে ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ একেবারেই নিষিদ্ধ করা হয়েছে। 

আরো পড়ুন:

সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর ফটকে গিয়ে দেখা গেছে, ক্যাম্পাসে ঢুকতে চাওয়া সকলের পরিচয়পত্র যাচাই করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তল্লাশি চৌকি পার হয়ে কেবলমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও বৈধ পরিচয় পত্রধারী অন্যান্য ব্যক্তিরা প্রবেশ করতে পারছেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার জন্য নিয়োজিত রয়েছেন ২৩০০ পুলিশ সদস্য, রাজশাহী ছাড়াও বিভাগের অন্যান্য জেলা থেকে তাদের এখানে আনা হয়েছে। এছাড়া ছয় প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা/কেয়া/এস

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়