ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৬ অক্টোবর ২০২৫  
ব্রাহ্মণবাড়িয়ায় ফ্ল্যাটে আগুন লেগে একজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌলভী পাড়ার দেওয়ান প্লাজা নামে ছয়তলা ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে

ব্রাহ্মণবাড়িয়ায় একটি বহুতল ভবনের ফ্ল্যাটে আগুন লেগে শাহ ফরহাদ উদ্দিন আহমদ (৬৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ভোরে শহরের মৌলভী পাড়ার দেওয়ান প্লাজা নামে ছয়তলা ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটে আগুন লাগে।

মারা যাওয়া ফরহাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পরিবার নিয়ে ওই ফ্ল্যাটে বসবাস করতেন।

আরো পড়ুন:

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক নিউটন দাস জানান, আজ ভোর ৪টা ১২ মিনিটে ৯৯৯ নম্বরে আগুন লাগার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের দুইটি এবং আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফ্ল্যাটের ভেতর থেকে ফরহাদের মরদেহ উদ্ধার হয়। 

তিনি জানান, ধারণা করা হচ্ছে, আগুন রাত ৩টার দিকে লেগেছিল। ফায়ার সার্ভিসকে খবর দিতে দেরি করা হয়। অগ্নিকাণ্ডের সময় ফ্ল্যাটটিতে থাকা লোকজন নিরাপদে বের হতে পেরেছিলেন, শারীরিকভাবে অসুস্থ থাকায় ফরহাদ একটি কক্ষে আটকে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/মনিরুজ্জামান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়