ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১২, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:১৯, ১৬ অক্টোবর ২০২৫
নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

বাতেন মিয়া। ফাইল ফটো

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহতের নাম আব্দুল বাতেন মিয়া (৬৮)। তিনি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। এর আগে, বুধবার দিবাগত রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বাতেন মিয়ার ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে একই এলাকার রেজাউল করিমের বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৮টায় এলাকার ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে এ নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজন বাগবিতণ্ডায় জড়ায়। পরে রেজাউল ও তার ভাই হাসিবুল লোকজন নিয়ে শাহজাহানের লোকদের ওপর হামলা করে বলে অভিযোগ। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বাতেনসহ ১০ জন আহত হন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, ‘‘দুপক্ষের সংঘর্ষে আহত একজন মারা গেছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়