বরিশালে বাসচাপায় স্কুলছাত্র নিহত
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বরিশালের উজিরপুরে বাসচাপায় ইমরান শিকদার (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মেজর এম এ জলিল সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইমরান বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া গ্রামের সেলিম শিকদারের ছেলে ও স্থানীয় জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলযোগে বাবুগঞ্জের দিকে যাচ্ছিল ইমরান। পথিমধ্যে বিপরীত দিকে থেকে আসা একটি বাস মোটরসাইকেলকে চাপা দেয়। এতে আহত হয় ইমরান। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম বলেন, ‘‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।’’
ঢাকা/পলাশ/রাজীব