এতিমখানার কোটি টাকা আত্মসাৎ, সমাজসেবা কর্মকর্তাসহ ২ জনের বিরুদ্ধে মামলা
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের একটি এতিমখানার কোটি টাকা আত্মসাতের অভিযোগে সমাজসেবা কর্মকর্তাসহ দুইজনকে আসামি করে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. সাইদুর রহমান অনু বাদী হয়ে মামলাটি করেন।
অভিযুক্তরা হলেন- মাদারীপুরের সাবেক শহর সমাজসেবা কর্মকর্তা শ্যামল পান্ডে এবং শাহ মাদার দরগাহ শরীফের সুপার মোহাম্মদ আল আমিন। শ্যামল পান্ডে বর্তমানে মাদারীপুর সদর হাসপাতালের সমাজসেবা কর্মকর্তা হিসেবে কর্মরত।
মামলায় উল্লেখ করা হয়, সমাজসেবা কর্মকর্তা ও এতিমখানার সুপার দুইজন পরস্পর যোগসাজশে ও ক্ষমতার অপব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তারা এতিমখানার প্রকৃত এতিমের সংখ্যা গোপন করেছেন। চার বছরে অতিরিক্ত ক্যাপিটেশনগ্রান্ট ভুক্ত দুস্থ এতিম নিবাসী দেখিয়ে ৪৩ লাখ ২০ হাচার টাকা এবং সই জাল-জালিয়াতির মাধ্যমে এতিমদের কল্যাণে ব্যবহৃত ইসলামী ব্যাংক মাদারীপুর শাখার এমএমপিডিআর (মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম) ৪৭ লাখ টাকা এবং অনুদানকৃত ১০ লাখ ৯৯ হাজার ৯১৭ টাকাসহ মোট ১ কোটি ১ লাখ ১৯ হাজার টাকা আত্মসাৎ করেছেন।
দুই আসামির বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০–এর ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ১০৯ ধারাসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করার প্রমাণ পাওয়া যায়। এরই পরিপ্রেক্ষিতে প্রধান কার্যালয়ের নির্দেশে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানায়, সরকারি অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়ায় দুর্নীতি দমন আইন, ১৯৪৭ সালের ৫(২) ধারা অনুযায়ী মামলাটি করা হয়েছে।
দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান বলেন, “দুর্নীতির বিরুদ্ধে দুদক সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ মাদার দরগাহ শরীফ এতিমখানার অনুদান আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে।”
ঢাকা/বেলাল/মাসুদ