ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ডিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ১৭ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:০৫, ১৭ অক্টোবর ২০২৫
চট্টগ্রামে ডিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর-দক্ষিণ) বিশেষ অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিবাগত রাতে নগরীর চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকার বি-ব্লকের ৯ নম্বর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাহান (৪৫) ও লোকমান (৪৫)। ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের টিম-৪ এর এসআই ইকবাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৮০ রাউন্ড তাজা কার্তুজ, একটি পিস্তলের কভার, একটি ইলেকট্রিক স্টান গান, একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল এবং বেশ কয়েকটি মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়