গাইবান্ধায় এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বিল্লাল হোসেন। ফাইল ফটো
গাইবান্ধার সাদুল্লাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশনের এক কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে এসকেএস ফাউন্ডেশনের সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট শাখার আবাসিক কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম বিল্লাল হোসেন (৩৫)। তার বাড়ি পঞ্চগড়ে। তিনি এসকেএস ফাউন্ডেশনের ক্ষুদ্র ঋণ বিভাগে ধাপেরহাট শাখার সহকারী ব্যবস্থাপক ছিলেন।
এসকেএস ফাউন্ডেশন ধাপেরহাট শাখার ব্যবস্থাপক সাইদুর রহমান বলেন, ‘‘আমি ছুটিতে আছি। বিল্লাল হোসেন এই শাখায় কর্মরত ছিলেন। শুনেছি, স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে তার ঝামেলা চলছিল।’’
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, ‘‘খবর পেয়ে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, অফিসের সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়ে তিনি আত্মহত্যা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’
ঢাকা/মাসুম/রাজীব