ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ১৮ অক্টোবর ২০২৫  
ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের মানুষ।

ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচলের দাবিতে মানববন্ধন করেছে গোপালগঞ্জের মানুষ। গোপালগঞ্জ রেল স্টেশনে মানববন্ধন করা হয়।

আজ শনিবার (১৮ অক্টোবর) সকালে গোপালগঞ্জে রেল স্টেশনে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় তারা গোপালগঞ্জ-ঢাকা এবং ঢাকা-গোপালগঞ্জ রুটে রেল চলাচলের দাবি জানান। এ মানববন্ধনে সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেয়।

আরো পড়ুন:

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মাওলানা ফাওজুল কবির, জামিল আহমেদ, লুৎফর রহমান মোল্লা, গোলাম রসুল প্রমুখ।

মাওলানা ফাওজুল কবির বলেন, ‘‘গোপালগঞ্জ থেকে দিনে একটি ট্রেন রাজশাহীর উদ্দেশে ছেড়ে, আর রাতে সেই ট্রেনটি রাজশাহী থেকে ফিরে আসে। যারা ঢাকা যেতে চান, তাদের কাশিয়ানী রেল স্টেশনে নেমে অন্য ট্রেনে করে যেতে হয়। এতে যেমন ভোগান্তিতে পড়তে হয়, সময়ও নষ্ট হয়। তাই আমাদের দাবি, গোপালগঞ্জে থেকে ঢাকায় সরাসরি ও লোকাল ট্রেন চালু করা হোক।’’

তিনি আরো বলেন, ‘‘জেলাবাসীর দীর্ঘ দিনের দাবি দিনে এক জোড়া ট্রেন গোপালগঞ্জ-রাজশাহী রুটে চলাচল করলে কয়েকটি জেলার মানুষ যাতায়াতে সুবিধা পাবে। ঢাকা-গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল করলে এ অঞ্চলের মানুষ যেমন উপকৃত হবে, এটি লাভজনক রুট হবে বলেও মনে করছে এলাকাবাসী।’’

ঢাকা/বাদল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়