বড়পুকুরিয়ায় তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গভর্নর ভাল্ব স্টিম ও সেন্সরের চারটি টারবাইন নষ্ট হওয়ায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক। এর আগে, গত বৃহস্পতিবার সকাল ৮টা ৩৫ মিনিটি তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
আবু বক্কর সিদ্দিক বলেন, ‘‘গভর্নর ভাল্ব স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়া যন্ত্রাংশ ঠিক করার চেষ্টা চলছে। তৃতীয় ইউনিট থেকে পুনরায় উৎপাদনে যেতে এক সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে ১ নম্বর ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।’’
ঢাকা/মোসলেম/রাজীব