ইলিশ মজুতের উদ্দেশ্যে আনা এক ট্রাক বরফ জব্দ
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জব্দকৃত বরফ
শরীয়তপুরের গোসাইরহাটে ইলিশ মাছ মজুত ও পরিবহনের কাজে আনা এক ট্রাক বরফ জব্দ করেছে মৎস্য বিভাগ।
রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার কোদালপুর ইউনিয়নের ঠাণ্ডার বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ মজুত ও পরিবহনের কাজে ব্যবহার করার জন্য এক ট্রাক বরফ খুলনা থেকে গোসাইরহাটের ঠাণ্ডার বাজার এলাকায় নিয়ে আসে কিছু অসাধু মাছ ব্যবসায়ী। বিষয়টি জানতে পেরে ওই এলাকায় অভিযান চালায় মৎস্য বিভাগ। অভিযানে বরফসহ ওই ট্রাকটি জব্দ করা হয়। পরবর্তীতে সেটি থানা হেফাজতে নেওয়া হয়।
এ ব্যাপারে গোসাইরহাট উপজেলা জেষ্ঠ্য মৎস্য কর্মকর্তা আবুল কাশেম নীরব বলেন, “নিষেধাজ্ঞার সময় ইলিশ মাছ অবৈধভাবে মজুত ও পরিবহনের লক্ষ্যে এক ট্রাক বরফ ঠাণ্ডারবাজার এলাকায় নিয়ে আসা হয়েছিল। আমরা খবর পেয়ে বরফসহ ট্রাকটি আটক করেছি। তবে কারা বরফ এখানে নিয়ে এসেছে তা এখন পর্যন্ত জানা যায়নি। আমরা এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।”
ঢাকা/আকাশ/এস