ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৬, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১২:২৭, ১৯ অক্টোবর ২০২৫
বঙ্গোপসাগরে ১৪ ভারতীয় জেলে গ্রেপ্তার

ফাইল ফটো

বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ শিকারের অভিযোগে ১৪ ভারতীয় জেলেসহ একটি ফিশিং ট্রলার জব্দ করেছে নৌবাহিনী। রবিবার (১৯ অক্টোবর) সকালে মোংলা থানায় মামলার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

মোংলা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে টহলরত নৌবাহিনীর জাহাজ বানৌজা শহীদ আক্তার উদ্দিন ভারতীয় ফিশিং ট্রলার ‘এফবি শুভযাত্রা’ আটক করে। ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে ছিলেন। তারা বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করছিলেন।

আরো পড়ুন:

তিনি আরো জানান, আটক জেলেরা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ এলাকার বাসিন্দা। ট্রলারটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ পাওয়া গেছে। পরে নৌবাহিনীর অপর জাহাজ বানৌজা বিষখালী গতকাল শনিবার রাতে ট্রলার ও জেলেদের মোংলায় নিয়ে আসে।

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান বলেন, “গ্রেপ্তার ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ আহরণের অভিযোগে মামলা হয়েছে। তাদেরকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।”

ঢাকা/শহিদুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়