ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৭, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ১৩:৪৬, ১৯ অক্টোবর ২০২৫
সুগারমিলের অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধের দাবি

দেশের বিভিন্ন চিনিকলের অবসরপ্রাপ্ত তিন হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার ২১২ কোটি ৩৪ লাখ টাকা বকেয়া গ্রাচুইটিসহ বিভিন্ন পাওনাদি পরিশোধের দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। পরে শিল্প উপদেষ্টা বরাবর নাটোর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ।

রবিবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে নাটোর সুগার মিলের ফটকে বিক্ষোভ করেন পরিষদের সদস্যরা। 

আরো পড়ুন:

বক্তারা বলেন, নাটোরের ৪০৭ জন শ্রমিকের বকেয়া প্রায় ৩৩ কোটি টাকা। দীর্ঘদিন ধরে বকেয়া অর্থ হাতে না পাওয়ায় অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা মানবেতর জীবনযাপন করছেন। এ অবস্থায় দ্রুত বকেয়া পরিশোধের পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা ও চিকিৎসা ভাতা নিশ্চিতের আহ্বান জানান তারা। 

সমাবেশে বক্তব্য রাখেন- নাটোর সুগার মিলস অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা কল্যাণ পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রাং, সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ভুলু , নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিযনের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক আবু সাইদ, আখ চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শামিমুর রহমান শামিম। 

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়