কচুরিপানা পরিষ্কারে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু
গাজীপুর (পূর্ব) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গাজীপুরের কাপাসিয়ায় পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের বানার নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— লিপি আক্তার (৪০) ও বিলকিস বেগম (২৫)।
স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন নারী কৃষিজমির কচুরিপানা পরিষ্কারে নদীতে নামেন। এ সময় হঠাৎ নদীর গভীরে পড়ে চার জন ভেসে যান। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক লিপি আক্তারকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিখোঁজ হন বিলকিস বেগম। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই নারীর মরদেহ উদ্ধার করে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুর রব বলেন, ‘‘কচুরিপানা পরিষ্কারে নেমে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন চিকিৎসাধীন রয়েছেন।’’
ঢাকা/রফিক/রাজীব