ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জানমালের নিরাপত্তা যেখানে, আ.লীগের ভোটও সেখানে: মুফতি ফয়জুল 

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৯, ১৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:২৫, ১৯ অক্টোবর ২০২৫
জানমালের নিরাপত্তা যেখানে, আ.লীগের ভোটও সেখানে: মুফতি ফয়জুল 

শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু তাদের ভোটাররা পালায়নি। তারা এখন খুঁজছে, ভোট কাকে দেবে? আমি স্পষ্টভাবে বলছি, যারা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারবে, তারা তাদেরকেই ভোট দেবে।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হিন্দু সম্প্রদায়ের লোকজনও নিরাপত্তা যেখানে পাবে, সেখানেই ভোট দেবে। ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় গেলে দেশের প্রতিটি নাগরিকের জানমালের গ্যারান্টি দেওয়া হবে।

তিনি বলেন, শুধু রাস্তা-ঘাট উন্নয়নই একজন সংসদ সদস্যের (এমপি) কাজ নয়। এসব হলো শুভঙ্করের ফাঁকি। বাস্তবতা হলো, তারা উন্নয়নের নামে ইসলামের বিরুদ্ধে আইন পাস করছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির বলেন,  একজন এমপির প্রধান দায়িত্ব হচ্ছে, ন্যায়ভিত্তিক আইন প্রণয়ন। সংসদে ইসলামের পক্ষে বা বিপক্ষে যে আইন পাস হয়, তার দায়ভার ভোটারদেরও নিতে হবে। কারণ, ভোট দিয়েই আপনারা সেই সিদ্ধান্তের অংশীদার হচ্ছেন।

তিনি আরো বলেন, যদি ইসলামের পক্ষে ভোট দেন, তার বরকত দুনিয়া ও আখিরাতে ভোটাররাই পাবেন। তাই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে আল্লাহভীতির ভিত্তিতে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং মাহমুদুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন ও রামগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী, রামগঞ্জ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলামসহ অনেকে।

ঢাকা/লিটন/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়